zihadkp6969_2021

zihadkp6969_2021

Album Photo

Recent Activities

  • zihadkp6969_2021
    চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ। চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগিজ।

    একটু দামি খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দি আর দাম গ্রিক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা বা বার্গার অর্ডার দেয়া...  more
  • zihadkp6969_2021
    আমার ও মাঝে মাঝে এমন হয়... হঠাৎ উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরিয়ে উঠে,, তখন আর সোজা হয়ে দারাতে পারি না,, সাথে সাথে চোখ বন্ধ হয়ে যায়,,তার পরে চোখ খুললে সব অন্ধকার দেখি ১৫-২০ সেকেন্ড,, একটু পরে আবার সব ঠিক হয়ে যায়
    এমনটা হওয়ার কারণ কি??
  • zihadkp6969_2021
    শতজনের মাঝেও আপনি কিংবা আমি খুব একা
    সত্যিই ভীষণ একা
  • zihadkp6969_2021
    ক্লাস সিক্সের ছেলের জ্বালানী সমস্যার সমাধান নিয়ে ভাবনা। অসাধারণ উপস্থাপনা।
    Video collected from BAF Shaheen College Dhaka
  • zihadkp6969_2021
    ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত পড়ালেখা করার শ্রেষ্ঠ সময়। এ সময় ব্রেনে আলফা ওয়েভ বেশি থাকে, ফলে পড়ালেখাতে মনোযোগ আসে খুব।

    ©ব্রেইন ওয়েভস বই থেকে
  • zihadkp6969_2021
    আমার শিক্ষা গুরু যার দেয়া ইংরেজির বেসিক পুজি করে আমি এখন হাজার হাজার ছাত্র ছাত্রী পড়িয়ে যাচ্ছি।যাকে উৎসর্গ করে লেখা আমার গ্রামার বই।সত্যি বলতে স্যারের কাছে যা পেয়েছি আমার সব রকম অর্জনের পিছনে সেটুকুই মূল শক্তি হিসেবে ছিলো। আমার ইংরেজির ভীত গঠন করে দিয়েছেন তিনি। স্যারের কয়েকটি বিষয় সব সময়ই আমাকে অনুপ্রাণিত করে এসেছে,
    ১. একজন গ্রামের অতি সাধারণ শিক্ষক হয়েও ইংরেজির এত গভির জ্ঞান। সত্যি অনবদ্য
    ২. স্যার কোনোদিন তার নিজের কাজ ফাকি দিতেন না।
    ৩. বইয়ের বাহিরে গিয়ে ইংরেজি নিয়ে ভাবতে তার কাছেই শিখেছি ...  more
  • zihadkp6969_2021


    গরমের উৎস সূর্য

    ঠান্ডার উৎস কি????

    মানে সূর্য থেকে যত দুরে যাওয়া যায় তত ঠান্ডা
    কেনো???
  • zihadkp6969_2021
    Christopher Nkunku is out of the World Cup after picking up a knee injury during the French national team's training today 💔
  • zihadkp6969_2021
    তোমার হাতে যখন সোনার চুড়ি মানায়
    তখন আমার কাচের চুড়ি দেওয়ার সামর্থ্য ছিলো না..!🙂

    আজ আমার ডায়মন্ড কিনার সামর্থ্য আছে কিন্তু, তোমার সেই হাত টা নেই..!💔
  • zihadkp6969_2021
    যেভাবে ফেসবুক, গুগল থেকে জবের জন্য ডাক পাবেনঃ ৩ সহজ পদ্ধতি
  • zihadkp6969_2021
    ~যতই দুঃখ আসুক না কেন~
    "দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর ছেরে দেয়না"

    আর সেই মহৎ ব্যক্তিই হলেন ★বাবা★

    আল্লাহ প্রতিটা মা, বাবার নেক হায়াত দান করুক আমিন।

    আব্বু আপনাকে খুব বেশি ভালোবাসি কিন্তুু কখনো সেটা বলতে পারিনি💔💔💔💔।
  • zihadkp6969_2021
    ফুটবল বিশ্বকাপের খেলা বড় পর্দায় দেখাবে তিতুমীর কলেজ