Topic Creator

smritisc

SUCCESS = সফলতা

SUCCESS ‌‌‌= সফলতা

পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই। কেউ পারি আবার কেউ পারি না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, কঠোর পরিশ্রম করছি.. তার পরেও সফল হতে পারছি না। এর কারন টা কি,, কখনও কি ভেবে দেখেছি আমরা??? এত পরিশ্রমের পরেও কোন জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে সেটা কি খেয়াল করেছি???

তাহলে আজকে আসুন আমরা সফল হবার কিছু বিষয় সম্পর্কে জানবো.....

Success হতে হলে প্রথমে আমাদের সফলতার চাবি (key) সম্পর্কে জানতে হবে।

কারন ? চাবি ছাড়া তালা খুলে না ?

আসুন আমরা সফলতার ৫ টি চাবি সম্পর্কে জানি ?

√ Believe
√ Dream
√ Knowledge
√ Planning
√ Action

Believe (বিশ্বাস) : আমাদের বিশ্বাস থাকতে হবে যে যে কাজেই নামি না কেন আমাদের সফল হতেই হবে।এই বিশ্বাসের জোরেই অনেক কাজ সহজেই সফলতার সাথে সম্পন্ন করা যায়। আর কথায় আছে তো (বিশ্বাসে মেলায় বস্তু) ❤️

Dream (স্বপ্ন) : যেমন ভাবে বিশ্বাস রাখতে হবে,, তেমন ভাবেই স্বপ্ন দেখতে হবে।আমাদের যদি সফল হবার স্বপ্নই না থাকে তাহলে কেমনে কি??তাই স্বপ্ন দেখাটা অবশ্যই দরকার ❤️

Knowledge (জ্ঞান) : আমরা যেই বিষয়ে সফল হতে চাই সেই বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে।আমরা success হবার জন্য সেই বিষয় সম্পর্কে ভালো মত জানবো এরপর সামনের দিকে এগোবো ❤️

Planning (পরিকল্পনা)ঃ পরিকল্পনাহীন জীবন মাঝিহীন নৌকার মত,যেটা আমরা সবাই জানি।নৌকাকে যেমন তীরে পৌছানোর জন্য মাঝি পরিকল্পনা করে পরিচালনা করে তেমনি আমাদের জীবনেও যদি আমরা সফল হতে চাই তাহলে পরিকল্পনা অবশ্যই জরুরি ❤️

Action (কার্যকলাপ) ঃ বিশ্বাস, স্বপ্ন,জ্ঞান,পরিকল্পনা... এই গুলো যখন করা হয়ে যাবে তখন আমরা মাঠে নেমে পড়বো।আমরা সেই কাজ করা শুরু করে দিবো যেই কাজে আমরা SUCCESS হতে চাই ❤️


ধন্যবাদ ?

Posted in Default Category on September 03 2022 at 11:45 PM

Comments (2)

No login